ASANSOL

দ্য পিকার্স এর কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :মঙ্গলবার আসানসোলের পোলো গ্রাউন্ডে “দ্য পিকার্স” এর কার্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এখানে ৪৭ ইউনিট রক্ত ​​সংগ্রহ করা হয়।বার্নপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন রক্তদান শিবিরে সহযোগিতা করে। পিকার্সের সভাপতি সত্যনারায়ণ আগরওয়াল এবং সেক্রেটারি ভাস্কর নারায়ণ গড়াই রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধরের সঙ্গে যৌথভাবে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এই উপলক্ষে ভাস্কর নারায়ণ গড়াই জানান, এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও তার পরামর্শদাতা ডাঃ মিলন সেনগুপ্তের স্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ওই রক্তদান শিবিরে ৪৭ ইউনিট রক্ত ​​সংগ্রহ করা হয়।

আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের আধিকারিকরা রক্তদান শিবিরের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সৈকত হাজরা, সুকান্ত গুপ্ত, অনুপম রায়, কার্তিক, সিদ্ধার্থ আইন, সঞ্জয় দাশগুপ্ত, বন্দনা ঘোষ সহ অন্যান্য সদস্যরা পিকার্সের পক্ষে রক্তদান করেন। কাউন্সিলর ববিতা দাস, মেয়র-ইন-কাউন্সিল মানস দাস, সোমনাথ গড়াই, রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধর, জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের ডাঃ সঞ্জিত চ্যাটার্জি, ডাঃ সত্রজিৎ রায়, পূর্ণেন্দু চৌধুরী (টিপু) প্রমুখ উপস্থিত ছিলেন।এই উপলক্ষ্যে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে রক্তদানের জন্য ব্লাড মোবাইল বাস প্রস্তুত ছিল।মিলন সেনগুপ্তের স্মরণে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ‘দ্য পিকার্স’-এর সদস্যরা।

Leave a Reply