ASANSOL

আসানসোল মহিলা থানার পক্ষ থেকে আর্য কন্যা স্কুলে সচেতনতামূলক অনুষ্ঠান

নেসলে ইন্ডিয়ার সহযোগিতায় সামাজিক সংগঠন এর জেসিআই-এর পক্ষ থেকে স্কুলের ছাত্রীদের মধ্যে হরলিক্সও বিতরণ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : মঙ্গলবার আসানসোলের আর্য কন্যা স্কুলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল মহিলা থানার পক্ষ থেকে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এর সঙ্গে সামাজিক সংগঠন জেসিআই-এর পক্ষ থেকে বহুজাতিক নেসলে ইন্ডিয়ার সহযোগিতায় স্কুলের ছাত্রীদের মধ্যে ৪৫০ বোতল হরলিক্সও বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে মহিলা থানার অফিসার ইনচার্জ পিয়ালী জানা,
এসিপি (সেন্ট্রাল) দেবরাজ দাস, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু, আর্য কন্যা স্কুলের অধ্যক্ষ উর্মিলা ঠাকুর সহ বহু পুলিশ আধিকারিক এবং স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


ওই অনুষ্ঠানে গুড টাচ – ব্যাড টাচ, অ্যান্টি ইলোপমেন্ট, পকসো, বাল্য বিবাহ এবং সোশ্যাল মিডিয়া সচেতনতা সম্পর্কে অবহিত করা হয়।
এছাড়া পুলিশ আধিকারিকরা ছাত্রীদের নিরাপত্তার জন্য কিছু প্রয়োজনীয় পরামর্শ দেন যাতে তারা নিরাপদে থাকতে পারে এবং যেকোনো বিপদ থেকে নিজেদের বাঁচাতে পারে।

Leave a Reply