ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

কৃষক ক্ষেত মজুর  শ্রমিক সংগঠনের বিক্ষোভ

বেঙ্গল মিরর,মনোজ শর্মা, বারাবনি ঃ বুধবার পুচড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা সমাধানের  জন্য 9 দফা দাবি নিয়ে পুচড়া  গ্রাম  পঞ্চায়েতের কৃষক ক্ষেত মজুর  শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পুচড়া গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ করা হয়।  এলাকায় সাধারণ  মানুষের বেশ  কয়েকটি জ্বলন্ত  সমস্যা নিয়ে সমস্যাগুলি অতি দ্রুততার সঙ্গে সমাধান করতে হবে  100 দিনের কাজ 200 দিন করতে হবে ,  দৈনিক 600 টাকা মজুরি দিতে  হবে পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষকে  জব কার্ড দিতে হবে জব তাদের বাকি  বকেয়া অবিলম্বে মিটিয়ে  দিতে  হবে উপস্বাস্থ্য কেন্দ্রে পঞ্চায়েত উপ-স্বাস্থ্যকেন্দ্রের নিয়মিত ডাক্তার  ও নার্সের ব্যবস্থা করতে হবে , পঞ্চায়েত  এলাকায় সমস্ত মহিলাকে  লক্ষী ভান্ডার  এর সমস্ত মহিলাকে লক্ষী  ভান্ডার স্কিম আনতে হবে  এবং সরকার নির্ধারিত  এসএসসি, এসটি মহিলাদের 1000  টাকা করে  করে ভাতা দিতে হবে .

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি নতুন করে তালিকা তৈরি করতে হবে , পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি জায়গায় পানীয় জলের সংকট নিরসনে জন্য দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় জলের ব্যবস্থা গ্রহণ করতে হবে অবিলম্বে পঞ্চায়েত এলাকার ড্রেন পুকুর রাস্তাগুলো সংস্কার বর্ষাকালে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলিকে অবিলম্বে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় জিনিসপত্র দিতে হবে। উপস্থিত ছিলেন শ্যামল মাঝি, বিপিন বিহারী দাস,আশীষ বাউরি,মদন হেমরম,তপন দাস,ও কৃষক সবার কর্মী সদস্য বৃন্দরা।

Leave a Reply