মোহনবাগান Fans ক্লাবের পক্ষ থেকে মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়কে আসানসোল পুরনিগমের ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ করা হয়েছে। এদিন আসানসোল পুরনিগমে গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়ের এই দায়িত্ব নেওয়ার মোহনবাগান Fans ক্লাবের তাকে সম্মান জানান হয় ।
গুরুদাসবাবু এই সম্মান দেওয়ার জন্য মোহনবাগান ক্লাবের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন যে, আমরা সবাই জানি যে ২৯ জুলাই মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা দিবস। এই দিনে এই ঐতিহাসিক ক্লাবের ভিত্তি স্থাপন করা হয়েছিল। তিনি আরো বলেন যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল ও মহামেডান স্পোর্টিং এমন তিনটি ক্লাব যারা সারা বিশ্বে বাংলার ফুটবলকে তুলে ধরেছে। এই তিনটি ক্লাব শুধু দেশেই নয় বিদেশেও ভারতকে গৌরবান্বিত করেছে ।