BARABANI-SALANPUR-CHITTARANJAN

চুরি হয়ে যাওয়া মোবাইল ফেরত বারাবনি থানার উদ্দোগে

বেঙ্গল মিরর, বারাবনি , মনোজ শর্মা : বহু অপেক্ষার পর এলাকার মানুষ ফেরত পেলেন নিজের নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোন।নিজস্ব মোবাইল ফেরত পেয়ে সকলেই খুব খুশি। জানাজায় যে শনিবার বারাবনি থানার পক্ষ থেকে থানা পরিসরে একটি অনুষ্ঠানের‌ মধ্যে দিয়ে এইসব মোবাইল গুলি মোবাইলের মালিকদের ফেরত দেওয়া হয়। এইসব মোবাইল গুলি বারাবনি এলাকার হারিয়ে ও চুরি গিয়েছিল যেগুলির লিখিত অভিযোগ করা হয়েছিল । সেগুলি ফেরৎ দেওয়া হল ।


এদিন মোবাইল ফোন ফেরত নিতে এসে নবমিতা মুখার্জী জানান মোবাইলটি চুরি হওয়ার পর তিনি বারাবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই আজ বারাবনি থানা তার হারিয়ে যাওয়া মোবাইলটি তার হাতে তুলে দিলেন এই ব্যাপারে তিনি খুবই খুশি। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রতীক রায়,সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল,বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল,এছাড়া উপস্থিত ছিলেন বারাবনি থানার সকল আধিকারিক ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply