ASANSOLASANSOL-BURNPUR

WBTPTA হীরাপুর ব্লকের পক্ষ থেকে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শনিবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি হীরাপুর ব্লকের পক্ষ থেকে বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলান্টারি ব্লাড ডোনার্স এর সহযোগিতায় বার্নপুর স্টেশন রোডের তৃণমূল কার্যালয়ে
একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক এবং রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক।

তিনি সকল শিবিরের উদ্বোধন করে রক্তদাতাদের সম্মানপত্র প্রদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ও রক্ত আন্দোলনের পুরোধা প্রবীর ধর, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক কমিটির রাজ্য সভাপতি অশোক রুদ্র, ডেপুটি মেয়র ওয়াসিম-উল-হক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, তৃণমূল রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু, কাউন্সিলর শিবানন্দ বাউরি প্রমুখ। ওই।রক্তদান শিবিরে ৩৬ ইউনিট রক্ত ​​সংগ্রহ করা হয়।

Leave a Reply