ASANSOLSPORTS

আসানসোল স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ/সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল স্টেডিয়ামে রবিবার থেকে শুরু হলো সপ্তাহব্যাপী নিত্যানন্দ দাস ও কৃষ্ণা প্রসাদ মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা। আসানসোল স্টেডিয়ামে হওয়া ২১ তম বর্ষের এই ফুটবল প্রতিযোগিতার উদ্যোক্তা আসানসোলের কল্যানপুর সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এদিন এক অনুষ্ঠানে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী পতাকা উত্তোলন করার পাশাপাশি ফুটবলে কিক মেরে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এছাড়াও তিনি উদ্বোধনী খেলার দুই ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করেন।

এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও মানস দাস, কাউন্সিলর অনিমেষ ওরফে অনির্বাণ দাস।
প্রতিযোগিতা প্রসঙ্গে উদ্যোক্তাদের তরফে কাউন্সিলর অনিমেষ ওরফে অনির্বাণ দাস বলেন, করোনার জন্য এই প্রতিযোগিতা গত দুবছর করা যায়নি। এবছর মোট আটটি দল অংশ গ্রহণ করছে। আগামী ১৪ আগষ্ট প্রতিযোগীতার ফাইনাল খেলা হবে।
এদিনের খেলায় উখড়া ক্লাব (২-১) গোলে রেল ফুটবল ক্লাবকে পরাজিত করে।

Leave a Reply