ASANSOL

আসানসোল আদালতে সিপিএমের নকুলদানা বিলি করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল, ১১ আগষ্টঃ গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলকে গ্রেফতার করার পরেই উচ্ছ্বসিত বিরোধী দলেরা।
বুধবার দুপুরে আসানসোল আদালত চত্বরে পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। দলের পতাকার পাশাপাশি সিপিএমের নেতা ও কর্মীদের নকুলদানা বিলি করা হয়। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়।


বৃষ্টির মধ্যে সিপিএমের নেতা ও কর্মীরা গোটা আদালত চত্বরে ঘুরে ঘুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মন্ডল ও রাজ্যের শাসক দলের নামে স্লোগান দিতে থাকেন।
পরে পার্থ মুখোপাধ্যায় বলেন, এই অনুব্রত মন্ডল বিরোধী দলকে রাজনীতি করতে দিতো না। বলতো নকুলদানা ও বাতাসা খাওয়াবে। ঢাক বাজাবে চড়াম চড়াম করে। এবার দেখ। আমরা তাকে নকুলদানা দেবো ও চড়াম চড়াম করে ঢাক বাজাবো।

Leave a Reply