ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

আসানসোল জেলা যুব মোর্চার পক্ষ থেকে তেরঙ্গা যাত্রা

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, আসানসোল : ভারতবর্ষের ৭৫ ‘তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণাকে বাস্তবায়ন করতে “আজাদি কী অমৃত মহোৎসবের” প্রাক্কালে আসানসোল জেলা যুব মোর্চার পক্ষ থেকে ও কুলটির বিজেপি কনভেনরের অভিজিৎ আচার্য্য ও স্থানীয় কাউন্সিলর ইন্দ্রানি আচার্য্যের যৌথ উদ্যোগে কুলটি বিধানসভার সাঁকতোড়িয়া, ডিসেরগড়ে রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের বিশেষ উপস্থিতিতে তেরঙ্গা যাত্রা অনুষ্ঠান সম্পন্ন হলো॥এই তেরঙ্গা যাত্রা সামিল হোন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি সহ বিপুল সংখ্যক বিজেপি কার্যকর্তারা

অন্যদিকে বারাবনি আসানসোল রাইজিং এর পক্ষ থেকে স্বাধীনতার 75 তম বর্ষ উপলক্ষে দোমোহানি বাজার ট্যাক্সি স্ট্যান্ড এ আজ 125 জন
মহিলার হাতে শাড়ি বিতরণ করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরেশন এর প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি , যেখানে তিনি জানান আজ রাইজিং আসানসোল এর পক্ষ থেকে আসানসোলের বস্ত্র বিতরণ করা হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলেছেন যে যেখানে যেভাবে হোক গরীব দুঃস্থদের সাহায্য করো ,একই সাথে তিনি জানান বিভিন্ন ফালতু খরচায় পাবলিক করে যদি একটা কুড়ি টাকার ঝান্ডা কিনে বাড়ির ছাদে তিনদিন লাগায় তাহলে সেটা ক্ষতি কোথায়
যেখানে বিজেপির নেতা জিতেন তেওয়ারি ছাড়া অরিজিৎ রায়, সুলেখা মাঝি উপস্থিতি দেখা যায়

Leave a Reply