রানীগঞ্জে স্কুল শিক্ষকের চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করল পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার তৃতীয় দফা ফের আরো একবার চুরির ঘটনার অভিযোগ দায়েরের পর চুরি যাওয়া সামগ্রী ও নগদ অর্থ উদ্ধার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ। গত ২৪ শে জুলাই ৭৫ লক্ষ টাকা ও সোনার গহনা উদ্ধার করে পাঞ্জাব মোড় ফাঁড়ির পুলিশ। সেখানেই দোসরা আগস্ট চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে নিমচা ফাঁড়ির পুলিশ। এবার ফের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ চুরির ঘটনার দশ দিনের মাথায় এক স্কুল শিক্ষকের বাড়িতে চুরি যাওয়া বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী, মোবাইল ফোন ঠাকুরের বিভিন্ন বাসন ও নগদ অর্থ উদ্ধার করে।
শুধু তাই নয় এই ঘটনা ঘটানো দুষ্কৃতিদেরও উদ্ধার করে আদালতে পেশ করার পর, সেখান থেকে তাদের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করল, পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ। এদিন ফাঁড়ির আইসি মানব ঘোষ , এ এস আই সহদেব দাস কে সঙ্গে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করে, কিভাবে চোরেরা চুরির ঘটনাটি, ঘটিয়েছিল দুষ্কৃতীরা সে বিষয়গুলি খতিয়ে দেখেন। ওই দুই দুষ্কৃতি কিভাবে চুরির ঘটনা ঘটিয়েছিল সে সম্পর্কে জানান দিয়ে, তারা নিজের বক্তব্যে জানাই নেশার ঘোরে ঝোঁকের বশে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে ধৃতদের মধ্যে একজন বছর ১৮ র আফসাদ শেখ রানীগঞ্জের রোনাই এলাকার বাসিন্দা ও অপরজন তারই জামাইবাবু বছর ২৬ এর জাবির শেখ হরিপুর হাটতলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্র থেকে জানা যায়, এই দুষ্কৃতকারীরা এর আগেও এ ধরনের চুরির ঘটনা বিভিন্ন অংশে ঘটিয়েছেন। এদিন চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের ঘটনায় বাড়ির সদস্যরা পুলিশ প্রশাসনের এই উদ্যোগ লক্ষ্য করে স্বভাবতই খুশি। তারা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।