ASANSOLKULTI-BARAKAR

টোটো এবং অটো স্ট্যান্ড নিয়ে দুই পক্ষের ঝামেলা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর মোড় এবং বাজার সংলগ্ন এলাকা নিত্যদিনের সমস্যার প্রধান কারণ হয়ে গিয়েছে যানজট । যার ফলে নিত্যযাত্রীদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় । এই যানজটকে মাথায় রেখে গতকাল বৃহস্পতিবার কুলটির ট্রাফিক গার্ডের ওসি ইমতিয়াজুল হক দ্বারা এলাকায় যানজট মুক্ত করতে মাইকিং এর দ্বারা প্রচার করা হয় এবং টোটো অটো চালকদের বাজার এলাকা ছেড়ে গাড়ি পার্কিং করার নির্দেশ দেওয়া হয়।

। এই নিয়ে আজ শুক্রবারে টোটো চালকরা কুলটি ট্রাফিক গার্ডে বিক্ষোভ দেখায় যে অটো চালকরা যদি নিয়ামতপুর বাজারে থাকবে তাহলে টোটো চালককেরাও থাকবে। সে নিয়ে আজ শুক্রবার বিকালে টোটো এবং অটোচালকদের স্ট্যান্ডের দাঁড় করানো নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় ।

Leave a Reply