KULTI-BARAKAR

কুলটির শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তসঙ্ঘ এবং নেতাজী আই হসপিটাল রামচন্দ্রপুরের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবিরের আয়োজন

১১৫ জন রোগীর চক্ষু পরীক্ষা ও ৪৫ জনের অস্ত্রোপচারের ব্যবস্থা

বেঙ্গল মিরর,সৌরদীপ্ত সেনগুপ্ত : শুক্রবার নেতাজী আই হসপিটাল, রামচন্দ্রপুর এবং কুলটি শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তসঙ্ঘের উদ্যোগে আজ নিয়ামতপুর শিশুতীর্থ স্কুলে একটি বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এ বিষয়ে শিশুতীর্থ স্কুল ও শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তসঙ্ঘের পক্ষ থেকে স্বপন চক্রবর্তী বলেন, ওই শিবিরে ১১৫ জন রোগীর চক্ষু পরীক্ষা করানো হয়েছে যার মধ্যে ৪৫ জনের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

স্বপনবাবু আরো বলেন যে, যাদের অস্ত্রোপচার করা হবে তাদের জন্য বাসের ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনে রামচন্দ্রপুরে স্থিত নেতাজী আই হসপিটালের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের পরে চশমা দেওয়ার ব্যবস্থা করা হবে।আমরা বরাবরই এরকম সামাজিক উদ্যোগ নিয়ে থাকি এবং ভবিষ্যতেও গরীব মানুষের দিকে সাহায্যের হাত বাড়াতে এরকম কর্মসূচির ধারাবাহিকতা বজায় থাকবে।গরীব মানুষের পাশে দাড়িয়ে তাদের দৃষ্টিশক্তি সুরক্ষিত করতে শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তসঙ্ঘ এবং নেতাজী আই হসপিটাল (রামচন্দ্রপুর) এর এই যৌথ উদ্যোগ আরো অন্যান্য সামাজিক সংগঠনগুলিকে এমন কর্মসূচি গ্রহণ করতে উদ্যোগী করবে যা আদতে গরীব মানুষের জীবনযাপনের পথ সুগম করবে তা বলার অপেক্ষা রাখেনা।

Leave a Reply