আসানসোলের ইসমাইল থেকে নিখোঁজ জামুরিয়ার ব্যবসায়ী তৌফিকের মৃতদেহ বাঁকুড়ায় উদ্ধার, খুনের আশঙ্কা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : হীরাপুর থানার অন্তর্গত ইসমাইলের কাছে বার্নপুর হামিদনগর মোড় এলাকা থেকে নিখোঁজ জামুরিয়ার ব্যবসায়ী মহম্মদ তৌফিকের মৃতদেহ বাঁকুড়ার শালতোড়ায় উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা শালতোড়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। পরিবারের লোকজন হীরাপুর থানায় তৌফিকের নিখোঁজ অভিযোগ দায়ের করেছে। এরপর সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।




জামুরিয়ার নিমডাঙ্গার বাসিন্দা মোহাম্মদ তৌকিরের মার্বেল ও কাঁটার ব্যবসা রয়েছে। তার বড় ছেলে তৌফিক ইসমাইলের কাছে বার্নপুর হামিদনগর মোড়ের কাছে একটি অ্যাপার্টমেন্টে দুটি ফ্ল্যাট রয়েছে। যা তিনি ভাড়ায় দিয়েছেন। দুদিন আগে তিনি সেখানে এসেছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের লোকজন হীরাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এবার বাঁকুড়ার শালতোড়া পাওয়া গেল তৌফিকের বিকৃত দেহ। পরিবার বলছে, তৌফিককে খুন করা হয়েছে।
এই ঘটনার পর ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে হীরাপুর পুলিশ। একই সঙ্গে এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করছেন কেউ কেউ। পরিবারের দাবি, সত্য যাই হোক, পুলিশ তদন্ত করে সামনে আনুক।