ASANSOL

আসানসোল ৪০ নং ওয়ার্ডে কালি মন্দিরে শেডের উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডের পূর্বাশা কলোনিতে একটি কালী মন্দিরের সামনে একটি শেডের উদ্বোধন করা হয়। শনিবার এক অনুষ্ঠানে রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক এই শেডের উদ্বোধন করেন। অনুষ্ঠানে 40 ওয়ার্ডের কাউন্সিলর মৌমিতা বিশ্বাস, অনির্বাণ দাস, দীপক রুদ্র রবি পলাসী সহ সকল বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্বাশা কলোনীর এই কালী মন্দিরের সামনে কোন শেড ছিল না। যে কারণে কালী মন্দিরে আসা ভক্তদের অনেক সমস্যায় পড়তে হচ্ছিল। বিশেষ করে যখন এখানে পূজো ও ভোগের আয়োজন করা হতো। এছাড়া যখনই কোন ধর্মীয় অনুষ্ঠান হত তখন শেড না থাকায় মানুষ সমস্যায় পড়তেন, সেই পরিপ্রেক্ষিতে শহরের এক সমাজসেবী এই শেডটি তৈরি করেন।

Leave a Reply