ASANSOL

আসানসোলে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপনে পদযাত্রা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়ঃ সাধারণ গ্রন্থাগার দিবস উৎযাপন করা হল শুক্রবার আসানসোলে। শুক্রবার এই উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিলো। এদিনের পদযাত্রা শুরু হয় আসানসোল জেলা গ্রন্থাগার থেকে। ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, জেলা গ্রন্থাগার আধিকারিক নির্মাল্য অধিকারী, দীপক তলাপাত্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পদযাত্রা ভগৎ মোড় হয়ে আবার জেলা গ্রন্থাগারে এসে শেষ হয়।


এই প্রসঙ্গে পুর চেয়ারম্যান বলের, বই এমন একটা জিনিস যা মানুষের মন থেকে গোটা একটা সমাজ পরিবর্তন করে দিতে পারে। যে কারণে এতো ডিজিটাল ব্যবস্থার মধ্যেও বইমেলায় ভিড় হয়। বইও বিক্রি হয়।
রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিসেবা দপ্তরের উদ্যোগে ও আসানসোল জেলা গ্রন্থাগারের ব্যবস্থাপনায় এই পদযাত্রার আয়োজন করা হয়েছিলো।

Leave a Reply