ASANSOL

সিবিআইয়ের বিশেষ আদালতে সশরীরে হাজিরা অনুব্রত মন্ডলের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ হলোনা ভার্চুয়াল। গরু পাচার মামলায় বুধবার সকালে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিলেন অনুব্রত মন্ডল। গত ২৪ আগস্ট থেকে ১৪ দিনের জন্য আসানসোল জেলে রয়েছেন। দিন কয়েক আগে নিরাপত্তার কারণে জেল সুপার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে এদিনের শুনানি ভার্চুয়াল করার জন্য আবেদন করেছিলেন।

সেই আবেদন জেলা জজ সুনির্মল দত্তর কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দেন বিচারক রাজেশ চক্রবর্তী। কিন্তু সেই আবেদন জেলা জজ মঞ্জুর করা হয় নি। তাই এদিন সকাল এগারোটা নাগাদ অনুব্রত মন্ডলকে আসানসোল জেল থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে আসা হয়। জেল থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে রাস্তায় ছিলো কড়া নিরাপত্তা।

read also : আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের তিনটি বাড়িতে সিবিআইয়ের অভিযান

Leave a Reply