BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনিতে ব্রিক ফিল্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৃণমূলের ব্লক পদাধিকারীদের সংবর্ধনা

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবানি:
আসানসোলের বারাবনিতে তৃণমূলের নব নিযুক্ত ব্লক পদাধিকারীদের সংবর্ধনা দেওয়া হল। রবিবার ব্রিক ফিল্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বারাবনি রেল গেটের কাছে তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্লক সভাপতি অসিত সিংকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে এই সংবর্ধনা জানানো হয়। এর পাশাপাশি বারাবনি ব্লকের তৃণমূলের আরও অনান্য নব নিযুক্ত পদাধিকারীদেরও সংবর্ধনা জানানো হয়।

এদিন ব্রিক ফিল্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে বেশকিছু সম্যসার কথা বারাবনি ব্লকের নব নিযুক্ত তৃণমূলের সভাপতি অসিত সিংকে জানানো হয়। এই অনুষ্ঠানে এই সংস্থার তরফে দুলাল পাথর, মনোরঞ্জন চ্যাটার্জি, আনসার মন্ডল, গোসাই ধীবর, উত্তম পান্ডে সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply