ASANSOL

আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং, সচেতনতা শিবির পুলিশের

আসানসোল উত্তর থানা আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে ইউপিএসসি অধ্যয়ন সামগ্রী বিতরণ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আসানসোল উত্তর থানা আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে
আসানসোলের বিখ্যাত আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে একটি ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, ইউপিএসসি ( ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) এর প্রস্তুতির জন্য অধ্যয়ন সামগ্রী বিতরণ, মাদকদ্রব্য ও সোশ্যাল মিডিয়া সচেতনতার পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা সম্পর্কে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।

ওই সচেতনতা শিবিরে সচেতনতা মডিউল এস ডি এস এল, ট্রাফিক নিয়ম এবং দায়িত্বশীল ড্রাইভিং, সোশ্যাল মিডিয়া, মাদকের অপব্যবহার সম্পর্কেও বিশেষ আলোচনা করা হয়। ওই সচেতনতা শিবির আসানসোল উত্তর ট্রাফিক গার্ড ও আসানসোল উত্তর থানা দ্বারা যৌথভাবে আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে এসিপি (ট্রাফিক-১/সেন্ট্রাল-১), আসানসোল উত্তর থানার ওসি তন্ময় রায়, আইসি কন্যাপুর লক্ষ্মীনারায়ণ দে , আসানসোল উত্তর ট্রাফিক গার্ড ওসি শুভেন্দু চ্যাটার্জী এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply