ASANSOLRANIGANJ-JAMURIA

পঞ্চায়েত কার্যালয় ও সমিতিতে ২০ দফা দাবি নিয়ে দু’ঘণ্টা কর্মবিরতি কর্মীদের

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : বুধবার পঞ্চায়েত কর্মী সমূহের যৌথ কমিটির পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে, রাজ্যের অন্যান্য প্রান্তের সাথেই খনি অঞ্চলে পঞ্চায়েত কার্যালয় ও পঞ্চায়েত সমিতি গুলিতে ২০ দফা দাবির প্রেক্ষিতে দু’ঘণ্টা কর্মবিরতি পালন করলো দপ্তরের কর্মীরা। এদিন তারা দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত কর্মবিরতি পালন করে। রানীগঞ্জের ছটি গ্রাম পঞ্চায়েতেও এই বিষয়ের লক্ষ্য করা গেছে এদিন বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে এমন দাবি তুলে সরব হয় তারা।

তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হলো ১৫ হাজার শুন্য পদে স্বচ্ছ ভাবে কর্মী নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। স্বচ্ছ ভাবে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। কর্মীদের পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করার দাবি সহ আরো বিভিন্ন দাবি তারা তাদের বক্তব্য তুলে ধরে। এদিন তারা তাদের দাবি-দাওয়া গুলি ঊর্ধ্বতন আধিকারিকদের হাতে তুলে দেন।

Leave a Reply