ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

রেলের প্রোডাকশন ইউনিট গুলির বেসরকারিকরনের সিদ্ধান্তকে বিরোধিতা, রেলকর্মীদের যৌথ আন্দোলন

বেঙ্গল মিরর, চিত্তরঞ্জন : আজ ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ এ সারা ভারতে রেলকর্মীদের একত্রিত যৌথ আন্দোলন প্রদর্শিত হলো। ভারতীয় রেলের প্রোডাকশন ইউনিট গুলির বেসরকারিকরনের সিদ্ধান্তকে সরাসরি বিরোধিতা করে এইদিন চিত্তরঞ্জন রেল কারখানায় বাম শ্রমিক সংগঠন চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের ডাকে হাজার হাজার কর্মী বিক্ষোভ প্রদর্শন করে। ইউনিয়নের সভাপতি আর এস চৌহান সভার সভাপতিত্ব করে বলেন দেশের সকল সম্পত্তি বিক্রি করে দেওয়ার এই নীতির মাধ্যমে যেভাবে গোটা দেশকেই বিক্রি করে দেওয়া হচ্ছে তার বিরোধিতা ইউনিয়ন ও সকল গণতন্ত্র প্রিয় শুভ বুদ্ধিসম্পন্ন শ্রমিক ও এই শহরের জনগণ এক সাথেই করবেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব গুপ্ত জানান আজকে সারা ভারতের বিভিন্ন প্রোডাকশন ইউনিট যেমন চেন্নাইয়ের ICF, রায়বেড়ালি ইত্যাদি জায়গায় একইসাথে এই বিক্ষোভ সভা হচ্ছে। বেসরকারিকরনের সিদ্ধান্ত বর্জন না করা হলে আগামীদিনে অন্যরকম আন্দোলনের দিকেও যেতে কারখানার শ্রমিকরা পিছু পা হবেন না। এর পর সুশৃঙ্খল ভাবে মানব বন্ধন তৈরি করে কারখানার শ্রমিকরা জি এম অফিসের ভিতরে প্রবেশ করে এবং মানব চেনের মাধ্যমে জি এম অফিস ঘিরে রাখেন। তারপরে শ্লোগান সহযোগে মিছিল করে জি এম অফিস অঞ্চলে মিছিল করা হয়।

Leave a Reply