ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

টাবাডি গ্রামে জলের ট্যাংক এর নির্মাণ কাজের সূচনা করলেন বারাবনি বিধায়ক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের অন্তর্গত আছড়া পঞ্চায়েতের টাবাডি গ্রামে পানিয় জলের ট্যাংক এর নির্মাণ কাজের শুভ সূচনা হল আজ ।যার নারকেল ফাটিয়ে নির্মাণ কাজের
সূচনা করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় মহাশয়।
বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় এক কোটি ৮০
লক্ষ টাকা খরচ করে রাজ্য সরকারের সহায়তায় নয় লক্ষ লিটার পানীয় জলের রিজার্ভর এর ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের সূচনা হল।


এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি ,জিলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সমিতির সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লক তৃণমূলের সহসভাপতি ভোলা সিং,আছড়া পঞ্চায়েতের উপপ্রধান হরেরাম তেওয়ারী, সমাজসেবী দিনেশ লাল শ্রীবাস্তব ,ও পিএইচই এর এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুন্ডু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক গন।


এদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন বহুদিন বহু বছর প্রতীক্ষার পর পশ্চিম বঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপূজার প্রাক্কালে এলাকাবাসীকে এই উপহার দিয়েছেন ।দীর্ঘদিন ধরে এই অঞ্চলে জলের অসুবিধা ছিল সেই কথা চিন্তা করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সালানপুর এলাকার মানুষের জলের সমস্যা মেটানোর জন্য মোট দশটি ওভারহেড পানীয় জলের রিজার্ভর তৈরির ব্যবস্থা করা হচ্ছে।যার মধ্যে পাঁচটি সম্পুর্ন হয়ে গেছে বাকি পাঁচটির কাজের সূচনা হল যে একবছরের মধ্যেই সম্পুর্ন হবে এবং এলাকার মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছাবে ।তবে আজ টাবাডি গ্রামে যে জলের রিজার্ভর টির নির্মাণ কাজের সূচনা হল ।প্রায় এক কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই রিজার্ভর টি নির্মাণ হবে ।


তা এই এলাকার চারটি মৌজার পরিবার গুলির মধ্যে জল পৌঁছাবে।এর জন্যে কোন পরিবারকে টাকা পয়সা লাগবেনা একেবারে বিনামূল্যে বাড়ি বাড়ি জল পৌঁছাবে ।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জলস্বপ্ন প্রকল্পের মধ্যদিয়ে এর কাজ হচ্ছে ।আগামী দিনে যেসকল গ্রাম গুলি বাকি রয়েছে সমস্ত গ্রামের বাড়ি বাড়ি এই পরিশ্রুত জল পৌঁছাবে ।

Leave a Reply