ASANSOL

আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা শিল্পাঞ্চলবাসীকে শারদ শুভেচ্ছা জানালেন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় :
আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা শুক্রবার ঊষাগ্রাম এলাকায় অবস্থিত হিন্দি ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন। এই অনুষ্ঠানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, অশোক রুদ্র, ভি শিবদাসন ওরফে দাসুও উপস্থিত ছিলেন। দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন যে দুর্গাপূজার প্যান্ডেলগুলি যেভাবে তৈরি করা হয় তা অনন্য।

তিনি বলেন যে এখানকার শিল্পীরা এতটাই প্রতিভাবান যে তিনি ভাবছেন যে মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা সেটগুলি স্থাপন করেন তাদের এখানে আনা উচিত যাতে তারা এখানে প্যান্ডেল তৈরি করা শিল্পীদের কাছ থেকে এসে কিছু শিখতে পারেন। তিনি বলেন যে প্যান্ডেল নির্মাণে থিম তৈরি করা হয়, তারা সমাজের আয়না এবং পূজা আয়োজকদের থিম তৈরি করার স্বাধীনতা রয়েছে যা মানুষকে সচেতন করে।

তবে ওই সাংবাদিক সম্মেলনে শত্রুঘ্ন সিনহা অন্য যে কোনও বিষয়ে কথা বলতে চাননি। তিনি জানান, এটা দুর্গাপূজার পরিবেশ এবং এই সময়ে তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চান না, তাই কুমারপুরে ফ্লাইওভার নির্মাণের বিষয়টি এবং ইস্কোর কর্মচারীদের বোনাস না পাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

Leave a Reply