RANIGANJ-JAMURIA

আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে রানীগঞ্জে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে সম্মানিত করা হল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের সীতারাম জী ভবন প্রাঙ্গনে বৃহস্পতিবার মাড়োয়ারী সমাজের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে সম্মানিত করা হল আসানসোলের সাংসদ তথা বলিউডের জনপ্রিয় চিত্র অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে।এদিন তাকে সম্মানিত করার সাথেই সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত করলেন মারোয়ারী সমাজের সদস্যরা। এলাকার যানজট সমস্যা থেকে শুরু করে, বাইপাস সমস্যা, হিন্দি ভাষাভাষী মেয়েদের স্কুল অপরিকল্পিত অবস্থায় রয়েছে ও ছাত্রীদের পঠন-পাঠনের উপযুক্ত পরিবেশ না থাকার বিষয় উপস্থাপন করার সাথেই পর্যাপ্ত স্কুল নেই এলাকায় সে বিষয়ের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন

রানীগঞ্জ এলাকা বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত, এলাকায় নতুন করে অডিটরিয়াম না করে স্কুল হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিন, বলেই আবেদন করলেন মাড়োয়ারি সমাজের এক সদস্য অরবিন্দ লোহারুওয়ালা। সাংসদ এদিন সকল বিষয়গুলি শুনে যে যে বিষয়গুলি তার এক্তিয়ারভুক্ত রয়েছে তা নিয়ে তিনি করার উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করার সাথেই, অন্য যে সকল সমস্যা রানীগঞ্জ শহরে রয়েছে সেগুলিকে যে যে দপ্তরে বলার প্রয়োজন রয়েছে সেই দপ্তরে বলে ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেবেন বলেই তিনি জানান। এদিনের এই সম্বর্ধনা সভায় সাংসদ ছাড়াও উপস্থিত হন আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, রাজেন্দ্র প্রসাদ খৈতান, মহেন্দ্র শর্মা, সুন্দর ভালোটিয়া প্রমূখ।

Leave a Reply