ASANSOL

সায়গল হোসেনকে গ্রেফতার করল ইডি, আবেদন গ্রহণ করেননি বিচারক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল জেলে প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ পর গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনকে গ্রেফতার করল ইডি।আসানসোল জেলে গিয়ে সহগলকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। কিন্তু জেরায় অসহযোগিতা করছিলেন সহগল বলে অভিযোগ। ইডি আধিকারিকদের বিভ্রান্ত করারও চেষ্টা করছিলেন বলে অভিযোগ। তার পরই গ্রেফতারের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।বিচারক রত্না দে বিশ্বাস ইডির আবেদন গ্রহণ করেননি।অথচ ইডির আইনজীবী সাংবাদিকদের বলেন ইতিমধ্যেই সেহগাল তাদের হেফাজতে রয়েছেন।

ফাইল ফটো

উল্লেখ্য আসানসোল জেলে সায়গল হোসেনকে জেরা করতে ইডির ৬ অফিসার শুক্রবার সকাল দশটা নাগাদ আসেন। ৬ জনের মধ্যে ২ জন দিল্লি থেকে এসেছেন বলে জানা গেছে। ৪ জন জেলের ভেতরে ঢুকেছেন। তাদের সঙ্গে ল্যাপটপ আছে। জানা গেছে, সায়গল হোসেনকে জেরার প্রক্রিয়াটি ভিডিও গ্রাফি করা হবে। গরু পাচার মামলায় জেলে গিয়ে জেরা করার অনুমতি পুজোর আগেই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত থেকে পায় ইডি। আর তারপর এদিন ইডির অফিসারদের জেলে আসা।
একজন রাজ্য পুলিশের কনস্টেবল হয়ে তার এত সম্পত্তি কি করে হলো তা জানতেই জেরা করা হবে সায়গল হোসেনকে।

Leave a Reply