ASANSOL

পানীয়জলের সমস্যা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের বিপিএল কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সম্যসা রয়েছে। এই অভিযোগ তুলে ও অবিলম্বে পানীয়জলের দাবিতে সোমবার আসানসোলের কল্যাণপুর – ধাদকা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কলোনির বাসিন্দারা। বিক্ষোভ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ পৌঁছায়।

বিপিএল কলোনি এলাকার বাসিন্দারা বলেন, এখানে অন্য কোন সমস্যা নেই। সাফাই থেকে বিদ্যুৎ সব আছে। কিন্তু পানীয়জলের সমস্যা প্রচুর। কলোনির বাসিন্দাদের দূরে পুকুর থেকে জল আনতে হয়। কাউন্সিলর থেকে পুর প্রশাসনকে এই পানীয়জলের সমস্যা নিয়ে বারবার বলা হলেও, কোন সমাধান হয়নি। তাই এদিন বাধ্য হয়ে এই অবরোধ বিক্ষোভ করতে হলো। তাদের দাবি, এই এলাকায় অবিলম্বে পানীয় জলের সম্যসার সমাধান করতে হবে। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে ঘন্টা খানেক পরে বিক্ষোভ অবরোধ উঠে যায়।
গোটা বিষয়টি নিয়ে ২৩ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর সিকে রেশমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায় নি।

Leave a Reply