ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জে বিজেপির রাস্তা অবরোধ, বিক্ষোভ,পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

কলকাতায় গ্রেফতার রাজ্য সভাপতি , প্রতিবাদে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারকে অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদে রাস্তায় নেমে অবরোধ বিক্ষোভে নামলেন বিজেপির নেতা ও কর্মীরা। বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারকে অন্যায় ভাবে গ্রেফতার করেছে দলদাস পুলিশ ও তার প্রতিবাদে সোমবার আসানসোল সাংগঠনিক জেলার রানিগঞ্জ মন্ডল-১ এর বিজেপির কর্মী ও সমর্থকরা এনএসবি রোড অবরোধ করেন। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ রায় ও মন্ডল সভাপতি দেবজিৎ খাঁ। এছাড়াও ছিলেন সভাপতি সিং, রামানন্দ পাঠক ও সামশের সিং। খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ।


জানা গেছে, এদিন পূর্ব ঘোষণা মতো রানিগঞ্জের সরাফ ভবনে বিজেপির বিজয়া সম্মেলন চলছিলো। সেই সময় বিজেপির কর্মী ও সমর্থকেরা খবর পান যে, খিদিরপুর যাওয়ার পথে কলকাতা পুলিশ দলের রাজ্য সভাপতিকে গ্রেফতার করেছে। সঙ্গে সঙ্গে তারা বিজয়া সম্মেলন থেকে সরাফ ভবন থেকে মিছিল করে এনএসবি রোডের নেতাজি মূর্তির সামনে বসে বিক্ষোভ দেখানো শুরু করেন। এলাকায় থাকা পুলিশ তাদেরকে জোর করে তোলার চেষ্টা করেন। সেই সময় পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি কর্মীদের। হয় ধস্তাধস্তিও। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় বলেন,
পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিজেপিকে রোখা যায়নি। যাবেও না।

Leave a Reply