ASANSOLRANIGANJ-JAMURIA

স্বপ্নাদেশ পেয়ে মা দুর্গার বিসর্জন পর্ব বন্ধ করেছেন রানীগঞ্জের পূর্ব বাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার মা দুর্গার স্বপ্নাদেশ পেয়ে মা দুর্গার বিসর্জন পর্ব বন্ধ করেছেন রানীগঞ্জের ৮৯ নম্বর ওয়ার্ডের মাড়ওয়ারি পট্টি এলাকায় জে এল নেহেরু রোডের পূর্ব বাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এবার তাদের পুজো ৪৮ তম বর্ষে পড়ছে। পুজোর বিসর্জন পর্ব রানীগঞ্জ বাজারের সার্বজনীন পুজো গুলিতে সম্পন্ন হলেও পূজোর বিসর্জন পর্বের আগের দিনে পুজো কমিটির এক সদস্য মায়ের স্বপ্নাদেশ পান বলে দাবি।

কমিটির ওই সদস্যের দাবি মা দুর্গা স্বপ্নাদেশ দিয়ে লক্ষ্মী পূজার পরে যেন তার মূর্তি বিসর্জিত হয় বলে স্বপ্ন দেন, সে কারণেই অন্য সকল পুজো গুলির বিসর্জন পর্ব সম্পন্ন হলেও রানীগঞ্জের পূর্ব বাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোর মূর্তি বিসর্জন করা হয়নি মন্দিরের সদস্যদের আবেদনে। এরপরই রবিবার ওই মন্দিরে প্রথমবার মা লক্ষ্মীর পুজো পর্ব সম্পন্ন হয়। মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন রানীগঞ্জের ষোলআনা দুর্গার বিসর্জনের দিনই বুধবার তারা তাদের দেবী মূর্তি বিসর্জন করবেন। তবে ষোলআনা মূর্তির সঙ্গে নয়, বুধবার বিকেলে ই ষোলআনা মূর্তির বিসর্জন পর্বের বহু আগেই তারা মূর্তি বিসর্জন করবেন সাধারণ রীতি রেওয়াজ মেনে।

Leave a Reply