Bengali NewsNewsWest Bengal

বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ ২০০০ ফুটপাতবাসী এবং গরীবকে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করল

বেঙ্গল মিরর, কোলকাতা ঃ শীতে ২০০০ ফুটপাতবাসী এবং গরীবকে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছে বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ। শীতে শহরের অনেক ফুটপাতবাসী এবং গরীব মানুষ কষ্ট পান। তাদের পাশে দাঁড়ানাের জন্য এগিয়ে এল শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত সেবামূলক প্রতিষ্ঠান বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ’। ২০০০ ফুটপাথবাসী এবং গরীব মানুষকে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছে বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ। শ্ৰীসমীরেশ্বর ব্রহ্মচারী জানালেন—১৬ ডিসেম্বর ২০২০ থেকে আশ্রমে কম্বল দানের মাধ্যমে এই কর্মসূচী শুরু হল। চলবে ডিসেম্বর মাসের কয়েকদিন ধরে। শহর এবং শহরতলীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে যে সমস্ত মানুষদের প্রকৃত প্রয়ােজন তাদের হাতে শীতের এই উপহার তুলে দেওয়া হবে। আমরা দূর্গাপূজার আগেও ঘুরে ঘুরে ৫০০০ পথশিশু এবং গরীব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছিলাম।

বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ


উল্লেখ্য লকডাউনের পরদিন থেকেই টানা ৫৫ দিন ধরে কয়েক হাজার মানুষকে প্রতিদিন খাদ্যসামগ্রী, মাক্স, স্যানিটাইজার ইত্যাদি বিতরণ করেছে বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ। সেই সঙ্গে ঘূর্ণিঝড় আস্ফানেও মশারী, ত্রিপল, শুকনাে খাবার ৭২টি গ্রামে পৌঁছে দিয়েছেন শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারীর নেতৃত্বে সঙ্ঘের ব্রহ্মচারী ও কর্মীবৃন্দ। এভাবে সারাবছরই মানুষের পাশে থাকে নিউ ব্যারাকপুরের স্বনামধন্য এই সেবা প্রতিষ্ঠান।

Leave a Reply