RANIGANJ-JAMURIA

রানীগঞ্জকে ডেঙ্গি নির্মূল করার লক্ষ্যে তৎপর হলো প্রশাসন

রাজা কাটা অঞ্চলে হেলথ ক্যাম্পের পরিদর্শনে আধিকারিকরা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রাজ্যের বেশ কয়েকটি প্রান্তের সাথে এবার খনি শহর রানীগঞ্জের ৩৩ নম্বর ওয়ার্ডে ধরা পড়ল, ডেঙ্গির জীবাণু। রানীগঞ্জের রানীসায়ের এলাকার রাজাকাটা অঞ্চলে দুই ব্যক্তির শরীরের ডিঙ্গির জীবাণু মেলার খবর পাওয়ার পর পরই আসানসোল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সদস্যরা জোর তৎপর হল ডেঙ্গি নির্মূল করার লক্ষ্যে। দুই ব্যক্তি ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর ফের সুস্থ হয়ে ফিরে আসার খবর পেয়ে, এবার নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। শুক্রবার এ বিষয়ের প্রেক্ষিতেই একটি হেলথ ক্যাম্প করে এলাকার সকল মানুষজনদের স্বাস্থ্য পরীক্ষা সাথেই রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি তাদের যাবতীয় ওষুধ ও প্রদান করা হয় বিনামূল্যে। এ বিষয়ের প্রেক্ষিতে শুক্রবার রাজা কাটা অঞ্চলে হেলথ ক্যাম্পের পরিদর্শনে যান স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত, তার সাথে উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের হেলথ অফিসার ডাক্তার দীপক গাঙ্গুলী।

তারা হেলথ ক্যাম্প পরিদর্শনের সাথেই সমগ্র এলাকার নালা নর্দমা ও ডেঙ্গির উৎস স্থল কোন কোন এলাকা হতে পারে সে বিষয়টি লক্ষ্য করে, সে সকল এলাকা গুলিতে মশা মারার ওষুধ ছড়ানোর নির্দেশ দেওয়ার সাথেই ওই সকল এলাকায় পৌঁছে এলাকা এলাকাগুলির জঙ্গল ও নালি নর্দমা সাফ সাফাই করান । পাশাপাশি এলাকার মানুষজনদের বাড়ির চারপাশে জল জমতে না দেওয়ার জন্য অনুরোধ জানানোর সাথে মশারি ব্যবহার করে ঘুমানোর পরামর্শ দেন। পাশাপাশি জ্বর হলে বা এরকম কোন উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। এদিন রানীগঞ্জের বোরো টুয়ের বাস্তুকার কৌশিক সেনগুপ্ত জানান ডেঙ্গি নির্মূল করার লক্ষ্যে তারা সব রকম ব্যবস্থা গ্রহণ করছেন পাশাপাশি প্রচার ও চালানো হচ্ছে সর্বত্র।

Leave a Reply