ASANSOLRANIGANJ-JAMURIA

জেকে নগরে রাইজিং আসানসোল ও পহল সংস্থার সংস্থার পক্ষ থেকে বস্ত্র দান

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জের জেকে নগর এলাকার বস্তু দান কর্মসূচিতে হাজির হয়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হল বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। মঙ্গলবার বিকেলে তিনি রানীগঞ্জের জেকে নগর এলাকার পোস্ট অফিস ফুটবল ময়দানে ছট পুজো উপলক্ষে একটি বস্ত্র দান অনুষ্ঠানে অংশ নেন আসানসোল রাইজিং নামক সংস্থার পক্ষ থেকে ও পেহেল সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই বস্ত্র দান কর্মসূচিতে ছট পুজোর আগেই ৪০০ ছট ব্রতীকে বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে হাজির হয়ে জিতেন্দ্র তেওয়ারি দাবি করেন তাদের সঙ্গে যে সকল মানুষজন যুক্ত হয়েছে তাদের বিভিন্নভাবে অত্যাচারের শিকার হতে হয়েছে শাসকদলের কাছ থেকে যা কখনোই আশা করা যায় না। একইভাবেই এই কর্মসূচিতে কেন্দ্রের মোদি সরকারের দ্বারা সৈন্যবাহিনীতে যুব সদস্যদের যে যোগদানের বিষয় সেই যোগদানে বিশেষভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয় যুব সদস্যদের। তার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন জিতেন্দ্র তেওয়ারি তার বক্তব্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *