ASANSOL

আসানসোল এবং রানিগঞ্জের ৩ টি জায়গায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বাজার করা হবে: মেয়র

আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এনইউএলএম বিভাগ দ্বারা আয়োজিত অনুষ্ঠান

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : বুধবার, আসানসোল পৌর কর্পোরেশনের আলোচনা ভবনে এনইউএলএম বিভাগের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে, যেখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিম-উল-হক, এনইউএলএম বিভাগের এমএমআইসি ইন্দ্রানী মিশ্র, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, সুব্রত অধিকারী, মানস দাস-সহ আসানসোল পুরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এনইউএলএম বিভাগ মহিলাদের স্বাবলম্বী করতে সেমিনারের আয়োজন করে, সেমিনারে মহিলাদের তৈরি বিভিন্ন খাবার রাখা হয়। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের সঙ্গে আছে বলে বড় ঘোষণা করেন মেয়র বিধান উপাধ্যায়। তিনি বলেন, আসানসোল ও রানিগঞ্জের ৩টি জায়গায় এই মহিলাদের জন্য একটি বাজার তৈরি করা হবে, যাতে তারা সরাসরি বাজারে তাদের পণ্য বিক্রি করতে পারে। এরই সঙ্গে অনলাইন বিক্রির ব্যবস্থা করতে বলা হয়।

Leave a Reply