RANIGANJ-JAMURIA

শ্রীপুরে পুকুরের ধারের রাস্তায় এক ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এক পুকুরের ধারের রাস্তায় এক বছর ৩৫ এর ব্যক্তির দেহ মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার দহ র সংলগ্ন অঞ্চলের। ঘটনা প্রসঙ্গে জানা যায় মডার্ন সাত গ্রামের বাসিন্দা বছর ত্রিশের শামীম আনসারী দীর্ঘ দিন ধরেই এলাকারই একটি মুড়ি ফ্যাক্টরিতে কাজ করত। গত ছয় মাস আগে তার স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকেই ওই ব্যক্তি সর্বত্রই ঘুরে বেড়াতো বলেই দাবি এলাকাবাসীর। গত ১ মাস ধরে ওই ব্যক্তি মুড়ি ফ্যাক্টরির কাজও ছেড়ে দিয়েছিল।

আজ দুপুর নাগাদ ওই ব্যক্তির হাতের শিরা কাটা অবস্থায় পুকুরের ধারে জঙ্গলের পাশে স্থানীয়রা লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে শ্রীপুর ফাঁড়ি পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। এ প্রসঙ্গে স্থানীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন দেহটি ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জানা গেছে মৃত ওই ব্যক্তি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার ওয়াসিপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিনের এই ঘটনার খবর পাওয়ার পর পরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল টু সীমন্ত ব্যানার্জি ঘটনার ফলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছেন।

Leave a Reply