BARABANI-SALANPUR-CHITTARANJAN

বিজেপি নেতা সাধন রাউত এর মৃত্যু

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : গতকাল রাত্রে বেলায় বিজেপি নেতা সাধন রাউত এর মৃত্যু হলো জানা গেছে কাল সাধন রাউত এর জন্মদিন পালন করা হলো দমানি বাজার তিলপাড়া তে এবং উনি এসেছিলেন এইখানে নিজের জন্মদিনে কেককেটে সবাইকে কেক খাবিয়ে বাইকে করে যাবার সময় হঠাৎই খুশ নগরের কাছে শরীর অসুস্থ বোধ করে গাড়ি থেকে নেমে বসে যায় মাটিতে স্থানীয় কিছু মানুষ গ্রামের দেখতে পেয়ে আর্ষদ বিজেপি পার্টির ছেলেদের খবর দেয় ঘটনার পর যাবার পরে তাকে কেলেজোড়া হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে বলে
দেয় তার মৃত্যু হয়েছে উনি বিজেপির আসানসোল সংগঠনের নেতা ছিলেন তারপরও বারাবনি ব্লকের বিজেপির অবজারভার ছিলেন

ফাইল ফটো


আজ থেকে কয়েক বছর আগেই আর্মিতে চাকরি থেকে অবসর পেয়েছিলেন এখন তিনি কন্টাক্ট বেশি কে বিহারের জেল পুলিশে কর্মরত ছিলেন বয়স হয়েছিল ৪৯ বৎসর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় আসানসোল জামুড়িয়া রানীগঞ্জ বারাবনির বিজেপির কর্মীরা তড়িঘড়ি রাত্রের দিকে আসতে আরম্ভ করে
আজ সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় অজয় নদী রুনাকুরা ঘাটে।

Leave a Reply