BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর ব্লকে বিভিন্ন পুজা মণ্ডপের উদ্বোধন করলেন মেয়র

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দূর্গা পূজার পরের আমাবস্যা তিথিতে কালী পূজা হয়ে থাকে,আর এমনটা হয়ে আসছে শুরু থেকেই, মায়ের পায়ের নিচে শায়িত দেবাদিদেব মহাদেব আর এক হাত জিভ বের করে দাঁড়িয়ে আছেন তিনি, এই রূপেই সর্বত্র পূজিত হয়ে আসছে মা কালী।কালীপূজার সাথে সাথে ধনতেরাসের দিন থেকে শুরু হয় আলোর উৎসব দীপাবলি উৎসব। ধনতেরাসের দিন থেকে টানা পাঁচ দিন ধরে চলে আলোর উৎসব দীপাবলি। রবিবার ছোট দেওয়ালির
মহালগ্নে সালানপুর ব্লকে বিভিন্ন পূজা মণ্ডপের উদ্বোধন করলেন মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়।


বিধায়ক বিধান উপাধ্যায় এর সাথে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সকল পুজো কমিটির সদস্য বৃন্দ।

Leave a Reply