ASANSOL

অকাল মৃত্যু আসানসোল পুরনিগমের প্রাক্তন তৃনমুল কংগ্রেস কাউন্সিলারের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিনোদ হেমব্রমের অকাল মৃত্যু হলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪২ বছর। বিনোদ হেমব্রমের বাড়ি আসানসোলে দক্ষিণ থানার ডামরার নারায়ণ ধাওড়াতে।
শুক্রবার সকালে আসানসোল জেলা হাসপাতালে তার মৃতদেহর ময়নাতদন্ত হয় । খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে এসে তার প্রতি শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও আসানসোলের পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় নুনিয়া।


আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায় সহ তৃনমুল কংগ্রেসের নেতৃত্ব বিনোদ হেমব্রমের শোক প্রকাশ করেন ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানান।
জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি আসানসোল পুরনিগমের পুরনো ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিনোদ হেমব্রম বেশ কিছু দিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply