ASANSOLRANIGANJ-JAMURIA

স্কুলের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ, গ্রেফতার তিন

বেঙ্গল মিরর, চরণ, মুখার্জি রানীগঞ্জ : স্কুলের চুরি যাওয়া সামগ্রী এবার উদ্ধার করল রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ পাশাপাশি এই চুরির অভিযোগে অভিযুক্ত তিন ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায় ১৮ ই অক্টোবর বাঁশড়ার উর্দু ফ্রী প্রাইমারি স্কুলে নির্মাণ কাজ চলার সময় চোরেরা সেখানে নির্মাণে জন্য ব্যবহার করা সিমেন্ট লোহার দরজা ও প্লাস্টিকের ড্রাম রাতের অন্ধকারে চুরি করে নেয়। সোমবার এই ঘটনার খবর তারা জানতে পেরে পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ এই ঘটনা তদন্ত নেমে প্রথমে এই ঘটনার সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ এরপর আরো এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ওই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার পরই চুরি যাওয়া বিভিন্ন সব সামগ্রী উদ্ধার করে পুলিশ। শনিবার পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার পর তাদের চুরির ঘটনার পুনঃনির্মাণ করানোর জন্য ঘটনাস্থল নিয়ে গিয়ে কিভাবে চুরির ঘটনা তারা সংঘটিত করেছিল সে বিষয়টি নাট্যরূপ তুলে ধরেন এই ঘটনার সঙ্গে যুক্ত ধৃতরা। এই ঘটনায় আরো কোন অভিযুক্ত জড়িত রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। শনিবার এ সকল বিষয়গুলি রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত পাঞ্জাবি মোড় ফাঁড়িতে পৌঁছে সাংবাদিক বৈঠকে তুলে ধরেন। তিনি এদিন পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশের সফলতাকে সাধুবাদ জানান। চুরির মাল ফিরে পাওয়ার সাথেই চোরেদের এভাবে পাকড়াও করে পুলিশের ব্যবস্থা গ্রহণের বিষয় লক্ষ্য করে খুশি স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্রধান শিক্ষক পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply