ASANSOLKULTI-BARAKAR

নিষিদ্ধ পল্লীতে চলছে, গুন্ডারাজ, অভিযোগ, দাবি মতো লক্ষাধিক টাকা না দেওয়ায়, বিহারের ৪ যুবককে আটক দালালদের

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: দাবি মতো লক্ষাধিক টাকা না দেওয়ায় বিহারের চার যুবককে আটকে রাখার অভিযোগ উঠলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির লছিপুর নিষিদ্ধ পল্লীতে। খবর পেয়ে
লছিপুর নিষিদ্ধ পল্লীতে গিয়ে ২ জনকে উদ্ধার করেছে পুলিশ। এদিকে এই ঘটনার পরে পুলিশ প্রশাসনের নজরদারি ও তাদের ভূমিকা নিয়ে সরব হয়েছেন এলাকার বিজেপি নেতা টিঙ্কু ভার্মা। তিনি মঙ্গলবার অভিযোগ করে বলেন, এই নিষিদ্ধ পল্লীতে দালালরাজ চলছে। পুলিশ ও কিছু নেতার মদতে এখানে এইসব চলছে।


জানা গেছে, কুলটি থানার লছিপুর দিশা এলাকায় নিষিদ্ধ পল্লীতে বিহারের নওয়াদা থেকে ৪ যুবক আসে। তাদেরকে সেখানের দালালরা আটকে রেখে ১ লক্ষ ৩৬ হাজার টাকা দাবি করে।
১ লক্ষ ৩৬ হাজার টাকা না দেওয়ার কারণে এই চারজনকে আটকে রাখা হয়। খবর পেয়ে কুলটি থানার পুলিশ গিয়ে দুই যুবককে উদ্ধার করে। দুই যুবক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে । পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে ।
এলাকার বাসিন্দারা বলেন, পুলিশের নজরদারি ঠিক মতো না থাকায় এখানে গুন্ডামী চলছে

Leave a Reply