ASANSOL

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৮ কোটি টাকা লোন পরিশোধ করতে না পারায়, বাড়ি বাজেয়াপ্ত করা হল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) ব্যাংকের কাছে ৮ কোটি টাকা লোন নিয়ে বাড়ি মর্টগেজ রাখার পর ব্যবসা চালাতে না পারায়, লোন পরিশোধ করতে না পারায় জন্য কোর্টের নির্দেশক্রমে ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বাড়ি দখল করতে এলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ( Union Bank of India ) কর্তৃপক্ষ। ব্যাংক কর্তৃপক্ষের দাবি দীর্ঘদিন ধরে বাড়ি মালিক বীরেন্দ্র বাজাজ তাদের বকেয়া টাকা নির্দিষ্ট সময় মোতাবেক না দেওয়ার কারণেই তারা বারংবার নোটিশ পাঠিয়েও কোন ব্যবস্থা গ্রহণ না করায় শেষমেশ তারা আদালতের দ্বারস্থ হয়ে বাড়িটিকে আদালতের নির্দেশক্রমে বাজেয়াপ্ত করার জন্য হাজির হন।

এ বিষয়ের প্রেক্ষিতে পিছে বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হন ব্যাংক কর্তৃপক্ষ। যেকোনো রূপ বিশৃঙ্খলা ময় পরিস্থিতি লক্ষ্য করার বিষয়ে এসে পৌঁছন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এদিনের এই প্রক্রিয়ার সময়কালে বাড়ি মালিক অবশ্য দাবি করেছেন তিনি আদালতের কাছে এ বিষয়ে আবেদন জানিয়েছিলেন তার দাবি আদাল ত এ বিষয়ে স্থগিতাদেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু তারপরও ব্যাংক কর্তৃপক্ষ অন্যায় ভাবেই এ সকল বাজেয়াপ্ত করছে। যদিও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

Leave a Reply