ASANSOL

রানীগঞ্জে অন্ধকার ঘুটঘুটে এলাকায় মোমবাতি জ্বালিয়ে হল দুটি স্বাস্থ্য শিবির

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : অন্ধকার ঘুটঘুটে এলাকায় মোমবাতি জ্বালিয়ে হল দুটি স্বাস্থ্য শিবির। রানীগঞ্জ বোরো দপ্তরের ৯৩ নম্বর ওয়ার্ডের হালদারবাদ কমিউনিটি হল ও ৯১ নম্বর ওয়ার্ডের কাঠগাদা হেলথ সেন্টারে, ফাইলেরিয়া ডিটেকশন এর জন্য এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাত্রি আটটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত চলে এই বিশেষ স্বাস্থ্য শিবির।

মূলত মশা বাহিত ফাইলেরিয়া রোগ, মানুষজনের মধ্যে ছড়িয়েছে কিনা তা জানার জন্য মোমবাতি জ্বালিয়ে রাত্রের মধ্যেই রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাব টেকনিশিয়ানরা। বৃহস্পতিবার রাত্রেই এই দুটি শিবিরের উদ্বোধন পর্বে সারেন আসানসোল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত, উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস মাঝি।

রানীগঞ্জে এই প্রথমবার ফাইলেরিয়া ডিটেকশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।জানা গেছে এই দুটি ক্যাম্পে প্রায় ৫০০ জন ব্যক্তি তাদের রক্তের নমুনা সংগ্রহ করিয়েছেন। আগামীতে প্রতিটি ওয়ার্ডে এই ফাইলেরিয়া ডিটেকশন ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ।

Leave a Reply