রানীগঞ্জে স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : সোমবার রাত্রে রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি র অন্তর্গত সাহেবগঞ্জ কুষ্ঠ কলোনী এলাকায় একই বাড়ির দুই স্থানে মিলল স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ। বাড়ি সদস্য ও স্থানীয় পাড়া প্রতিবেশীরাই ওই ঝুলন্ত দেহ গুলির লক্ষ্য করে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ পৌঁছে উদ্ধার করে দেহ। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই দিনমজুর স্বামী বছর ৪৫ এর অশোক ঘোষের সঙ্গে পারিবারিক অশান্তি লেগেই ছিল তার স্ত্রী বছর ৩৫ এর আন্না ঘোষের, রবিবার তাদের উত্তেজনা চরণে ওঠে এরপর সোমবার ব্যাপক অশান্তি হয় সকাল থেকেই।



সোমবার সন্ধ্যা নাগাদ অশোক ঘোষ ও তার স্ত্রী আন্নার ঝুলন্ত দেহ লক্ষ্য করে সকলে। পরিবারের সদস্যদের অনুমান আন্না ঘোষের ঝুলন্ত দেহ লক্ষ্য করে অশোক ঘোষ আত্মঘাতী হয়েছে। একই পরিবারের দুই সদস্য এরূপভাবে আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়া এলাকায়। পুলিশ এদিন দেহ দুটি উদ্ধার করে মঙ্গলবার দেহ দুটিকে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতনদের জন্য পাঠায়। জানা গেছে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের ইতিমধ্যে বিয়েও হয়ে গেছে ছেলে ট্রাকের ড্রাইভার বলেই জানা যায়।
- एबीकेआर सेवा संस्थान द्वारा बच्चों को शैक्षिक सामग्री प्रदान
- গলব্লাডারে পাথর আক্রান্ত মহিলা BDO-এর তৎপরতায় তৈরি স্বাস্থ্য কার্ড
- রাস্তায় বিবাদ, বাড়িতে চড়াও হয়ে মিনিবাস মালিককে হুমকি টোটো চালকদের, বারাবনি থানায় অভিযোগ
- আসানসোলের মন্দিরে শিবের রুদ্রাভিষেক ও বিশেষ পুজো, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিল্পাঞ্চল জুড়ে পালিত
- ইসিএলের ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ