RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ থানার পুলিশ ৩০ টি মোবাইল উদ্ধার করে তাদের মালিকের হাতে তুলে দিলো

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ মিট ইওর অফিসারস নামক কর্মসূচির মাধ্যমে বিগত তিন মাসে বিভিন্নভাবে খোয়া যাওয়া ৩০ টি এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করে তাদের মালিকের হাতে সেই মোবাইল ফিরিয়ে দিলেন বৃহস্পতিবার। এদিন প্রতিটি মোবাইল খোয়া যাওয়া মানুষ জোরেদের বিভিন্ন নথি গুলি খতিয়ে দেখে উপযুক্ত প্রমাণ দেখার পর তাদের হাতে তাদের খোয়া যাওয়া মোবাইল ফিরিয়ে দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ডঃ কুলদীপ এস সনকার, এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি, ও রানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার প্রণীম তামাং।

জানা গেছে রানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন অংশে খোয়া যাওয়া এই মোবাইলগুলি তারা তিন মাস ধরে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে উদ্ধার করেছেন। খোয়া-যাওয়া এই মোবাইল আবারো ফিরে পাওয়ায় ব্যাপক উচ্ছ্বসিত সকল মোবাইল মালিক। তারা রানিগঞ্জ থানার পুলিশকে সাধুবাদ ও জানান।

Leave a Reply