ASANSOL

রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আসানসোলে শুরু তিনদিনের ” বাংলা মোদের গর্ব”

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে শুক্রবার থেকে আসানসোলের জিটি রোডের কুমারপুরের ইভলিং লজ গ্রাউন্ডে শুরু হলো তিনদিনের ” বাংলা মোদের গর্ব “। রবিবার পর্যন্ত হওয়া এই ” বাংলা মোদের গর্ব” এ থাকছে মেলা, প্রদর্শনী, এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ” ভারতের মুক্তি সংগ্রামে বাংলা “।


এদিন বিকেলে এক অনুষ্ঠানে প্রথমে প্রদীপ জ্বালিয়ে মুল অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। তারপর অতিথিরা ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, জেলার অতিরিক্ত জেলাশাসক( সাধারণ) হরিশংকর পানিক্কর, জেলা পরিষদের সহসভাধিপতি সমীর বিশ্বাস, উপ তথ্য অধিকর্তা কল্পেন্দু মুখোপাধ্যায়, প্রাক্তন সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান, আসানসোল ( সদর) ও দূর্গাপুর মহকুমার তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস ও দেবাশীষ পোড়ে।
তিনদিনে বিভিন্ন শিল্পী ও সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন।

Leave a Reply