BARABANI-SALANPUR-CHITTARANJAN

স্বর্গীয় মানিক উপাধ্যায় এর স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবনি বিধানসভার লড়াকু রাজনৈতিক নেতা স্বর্গীয় মানিক উপাধ্যায় মহাশয় এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সালানপুর ব্লকের সামডি পঞ্চায়েতের বিশ্রাম বুড়ি কাটা কমিটির পক্ষ থেকে প্রথম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিন স্বর্গীয় মানিক উপাধ্যায় এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন
অনুষ্ঠান এর প্রধান অতিথি মানিক উপাধ্যায় এর দুই সুযোগ্য পুত্র বারাবনি বিধায়ক তথা আসানসোল এর মেয়র বিধান উপাধ্যায় ও বারাবনি বিধানসভার যুবনেতা
মুকুল উপাধ্যায় মহাশয়।


এদিন এই শিবিরটি মা মুক্তাই চণ্ডী আনন্দ মেলা সমিতির
সহযোগিতায় এই রক্তদান কর্মসূচি। এই শিবিরে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি রক্তদান করেন।তার মধ্যে মহিলাদের রক্তদান লক্ষনীয়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন জিলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সামডি পঞ্চায়েতের প্রধান জনার্দন মন্ডল,কৈলাশপতি মন্ডল,অবিভক্ত বর্ধমান জেলার স্বেচ্ছায় রক্তদান জেলা সমন্বয় সমিতির সহ সভাপতি স্বপন মন্ডল, তপন মাহাতা,রবিশঙ্কর কুন্ডু, কাজল মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply