PANDESWAR-ANDAL

নেশার বিরুদ্ধে জনসচেতনতার লক্ষ্যে পাণ্ডবেশ্বরে আয়োজিত হল “ম্যারাথন”

বেঙ্গল মিরর, পাণ্ডবেশ্বর, সৌরদীপ্ত সেনগুপ্ত: রবিবার পান্ডবেশ্বরের বাঁকোলা রেলগেট সংলগ্ন এলাকায় রোটারি ক্লাব অফ উখড়া ,স্বেচ্ছাসেবী সংগঠন “তৃণাঙ্কুর” ,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। সকাল ৮ টা নাগাদ শুরু হয় পাঁচ কিলোমিটার দৌড়ের এই ম্যারাথন । এই ম্যারাথন দৌড়ে অংশ নেয় প্রায় ১৫০০ প্রতিযোগী ও প্রতিযোগিনী । ম্যারাথন দৌড়ের নাম রাখা হয় “ড্রাগের নেশার বিরুদ্ধে চলো দৌড়াই”। ওই ম্যারাথন দৌড় বিশেষভাবে মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুপ্রেরণায় অনুষ্ঠিত হয়।



এ ব্যাপারে বিধায়ক নরেন্দ্রনাথবাবু জানান ,”এই দৌড় উন্নয়নের দৌড়, এই দৌড় এগিয়ে যাওয়া দৌড়”। এই দৌড়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগী প্রতিযোগিনীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে ।এ ছাড়াও এই দৌড়ের সব থেকে কম বয়সী প্রতিযোগী এবং সবথেকে বয়স্ক প্রতিযোগীকেও পুরস্কৃত করা হবে । অনুষ্ঠানে এসে ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা জানান “সকলকে শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে হবে তার জন্য প্রয়োজন শারীরিক কসরত ,আর এই দৌড়ের মাধ্যমেই শরীরকে ফিট রাখা যায় । আর পুলিশ সবসময় ভালো কাজে মানুষের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকতে বদ্ধপরিকর “।



মশাল জ্বালিয়ে এই দৌড়ে শুভ সূচনা করেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা । এছাড়াও ওই অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ উখরার প্রেসিডেন্ট স্বর্ণালী দে, অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু অধিকারী, উখরা ফাঁড়ির ওসি নাসরিন সুলতানা ছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *