BARABANI-SALANPUR-CHITTARANJAN

আবাস যোজনা ও একশো দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির বিডিও অফিস ঘেরাও

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবানী : আবাস যোজনা ও একশো দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি বারাবনি মন্ডল-১ তরফে বারাবনি বিডিও অফিস ঘেরাও এবং গণ ডেপুটেশন প্রদান।এদিন বিজেপির জেলা সভাপতি দিলীপ দের এবং বিজেপি নেতা অরিজিৎ রায়ের উপস্থিতে কর্মী সমর্থকদের নিয়ে বিডিও অফিস ঘেরাও করা হয়।তারা অভিযোগ করেন সারা রাজ্য জুড়ে আবাস যোজনা এবং একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি হয়েছে।তৃণমূল ঘনিষ্ঠদের শুধুমাত্র বাড়ি দেওয়া হয়েছে।যাদের মাথার উপর ছাদ নেয় তারা বাড়ি পাচ্ছে না।

তবে এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য অসিত সিংহ তিনি জানান বারাবনি ব্লকে কোনো দুর্নীতি হয়নি।যাদের বাড়ি নেই তারাই সবাই বাড়ি পেয়েছে।কিন্তু এখন অনেক গরীব মানুষ রয়েছেন যারা বাড়ি পাইনি।তার জন্য আমরা বিডিও সহ উচতম আধিকারিকদের জানিয়েছি।
তবে বারাবনি বিডিও জানান 4 হাজার 700 টি তালিকার মধ্যে প্রায় 975 জনের নাম বাতিল করা হয়েছে।আসলে 2018 সালে যেই তালিকা করা হয়েছিলো তাদের মধ্যে অনেকেই বর্তমানে বাড়ি তৈরি করে নিয়েছেন।তাদের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

Leave a Reply