KULTI-BARAKAR

কুলটিতে উদ্ধার আট ফুটের রক পাইথন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কুলটি থানার ঝালবাগান এলাকায় একটি পাইথন উদ্ধার হলো। বর্ষ শেষের দিন শনিবার সকালে ঝালবাগান এলাকার বাসিন্দারা রাস্তার পাশে মাঠের মধ্যে পাইথনটিকে দেখতে পান। আট ফুট লম্বা পাইথনটিকে দেখে ঝাল বাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাইথনের খবর বনদপ্তরে দেওয়া হয়।

খবর পেয়ে বন দপ্তরের আসানসোল টেরিটোরিয়্যাল রেঞ্জের ফরেস্ট গার্ড জুলফিকার মোল্লা সেখানে আসেন। তিনি অন্যদের সাহায্যে একটি বস্তায় ভরেন পাইথনটিকে।
পরে তিনি বলেন, এটি রক পাইথন। কোনভাবে সেটি এখানে চলে আসে। আপাততঃ এটিকে বন দপ্তরের অফিসে রাখা হবে পর্যবেক্ষণ। শারীরিক অবস্থা দেখে আধিকারিকদের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply