Your Organization এর পক্ষ থেকে বাদনা পরব উপলক্ষে বার্নপুর গুটগুট অঞ্চলে শিশু ও বালিকাদের নতুন জামাকাপড় দেওয়া হল
বেঙ্গল মিরর, আসানসোল : Your Organization এর পক্ষে সাঁওতালি জনজাতিদের শ্রেষ্ঠ উৎসব বাদনা পরব উপলক্ষে বার্নপুর গুটগুট অঞ্চলের অভাবী শিশুদের মুখে একটু হাসি ফোটাতে আজ দ্বিতীয় পর্যায়ে ৬০ জন শিশু ও বালিকাদের নতুন দামী ব্যান্ডেড জামাকাপড় দেওয়া হল। এর জন্য যে ২০ হাজার টাকা ব্যয় হয়েছে তার সিংহভাগ বহন করেন আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের প্রবাসী বাঙালি এবং আসানসোল কল্যাণপুরের গৃহবধূ দেবযানী সরকার। বাকিটা সংস্থার তহবিল থেকে আসে।
আসানসোল ইস্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক ও সমাজকর্মী বিশ্বনাথ মিত্র জানালেন, বিগত দুর্গাপুজোয় একই ভাবে ৮০ জন শিশুদের পুজোর জামাকাপড় তুলে দেওয়া হয়। তিনি আরও বলেন, বস্ত্রবিপণির দোকান বি এন ঘাঁটী মোট মূল্যর ওপর অস্বাভাবিক হারে ছাড় দিয়েছে।
একদিকে বাদনায় উৎসব এবং অন্যদিকে দারুন দারুন জমকালো পোশাক পেয়ে খুব খুশি অর্চনা, রানী, বাসন্তী, দীনেশ, রেশমিরা।
আজকের এই অনুষ্ঠানে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন।আসানসোল ইস্টার্ন রেলওয়ে হাইয়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র ছাড়াও ছিলেন রেলকর্মী ইন্দ্রনীল রায়, সুজাতা নাগ এবং শম্পা রায় চৌধুরী। ছিলেন শিক্ষক দেবজিৎ রায়, অতনু চক্রবর্তী, প্রসেনজিৎ দাস, সুজিত এবং সাহিত্যিক সৌরভ লায়েক।
- जर्जर सर्विस रोड, टैंकर के धक्के से राहगीर की मौत, प्रदर्शन
- बस ने बाइक सवार को कुचला, मौत, हाइवे जामकर प्रदर्शन
- रेलकर्मी ने अस्पताल में की आत्महत्या, प्रताड़ना का आरोप, प्रदर्शन
- চাঁদা মোড়ে বাসের নিচে চাপা পড়লো বাইক চালক ঘটনাস্থলে মৃত্যু
- হাসপাতালে রেলকর্মীর আত্মহত্যা, মানসিক নির্যাতনের অভিযোগ, বিক্ষোভ