RANIGANJ-JAMURIA

কম্বল বিলির অনুষ্ঠানে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব জিতেন্দ্র তেওয়ারি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ :; এবার ফের কম্বল বিতরণের অনুষ্ঠান করল প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মেয়র তথা বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি। রানীগঞ্জের ৩৩ নম্বর ওয়ার্ডের জিরাডাঙ্গা আদিবাসীপাড়া এলাকায় তারা এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। যদিও কাউকে উঠে গিয়ে কম্বল নিতে হয়নি। সকলকেই এক ছোট সভা করে বোস করিয়ে রেখেই, কম্বল বিলি করেন জিতেন্দ্র তেওয়ারি। আর এই কম্বল বিলির অনুষ্ঠানে ফের আরো একবার তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী কখনও কোন সরকারি সুবিধা পেতে কোন রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য বলেন না, পশ্চিমবঙ্গে কিন্তু কোন সরকারি সুবিধে পেতে হলে রাজনৈতিক দলের মিছিল মিটিং এ গিয়ে থাকলেই মেলে সরকারি সুবিধা।

তিনি এদিন তার বক্তব্যে দাবি করেন ডিসেম্বর মাসে প্রতিটি বিধায়ক ও সাংসদ কে গরিবদের দেওয়ার জন্য শীতবস্ত্র দেওয়া হয়, কিন্তু সেটা কোথায় গেল কার কাছে গেল তা জানা যায় না। তার দাবি শুধুমাত্র দলের সমর্থকরা যারা মিছিল মিটিংয়ে যান তাদেরকে দেওয়া হয়েছে এই শীত বস্ত্র। তার দাবি তাহলে কি সরকারি সুবিধায় থেকে সাধারণ মানুষ বঞ্চিত থাকবে। এমনই দাবি করে এদিন তিনি তার বক্তব্যে জানান রাজ্যের শাসক দল শীতকালীন সময়ে বস্ত্রবিলি নিয়ে পক্ষপাতীত্ব করেন এটা ঠিক নয় বলে অভিযোগ করেন। জানা যায় এদিন প্রায় ২০০ জন গরীব দুস্থের হাতে তিনি এই শীত বস্ত্র তুলে দেন। এই কর্মসূচিতে বিশেষ ভাবে উপস্থিত থাকতে দেখা যায় বিজেপি নেতা সামসের সিং, বাদশা চ্যাটার্জি, রাজেন্দ্র সাউ, অশোক টুডু প্রমুখকে।

Leave a Reply