ASANSOL

কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে আসানসোলের সমাজকর্মী চন্দ্রশেখর কুন্ডুর জীবনীর উপর স্প্যানিশ ভাষায় বই Mil Sonrisas প্রকাশিত হল

বেঙ্গল মিরর, আসানসোলে : কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে আসানসোলের সমাজকর্মী চন্দ্রশেখর কুন্ডুর জীবনীর উপর স্প্যানিশ ভাষায় বই Mil Sonrisas প্রকাশিত হল।
লাতিন আমেরিকার প্যাভিলিয়নে উপস্থিত ছিলেন ডমিনিক রিপাবলিকের রাষ্ট্রদূত ডেভিড পাগ, বিখ্যাত স্প্যানিশ কবি ফ্রাঙ্ক বেজ, কবিতা একাডেমীর সভাপতি কবি সুবোধ সরকার, ইন্দো হিসপানিক ভাষা একাডেমীর সভাপতি দিব্যজোতি মুখার্জী ও ফুডম্যান উপন্যাসের লেখক সুদীপ ভট্টাচার্য।


কবি সুবোধ সরকারের কথায় অসাধারণ কাজ করছেন চন্দ্রশেখর বাবু। ওনার কাজ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ুক।
সুদীপ বাবু বলেন গতবছর বই মেলায় আমার লেখা ফুডম্যান উপন্যাসটি নির্বাচিত হয়েছিল স্প্যানিশ ভাষায় অনুবাদের জন্য। এবছর বইমেলায় থিম কান্ট্রি স্পেন , তাই এই বইটি অনেক বেশি গুরুত্ব পাবে।
দিব্যজোতি বাবু বলেন বইটি প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই বই টির প্রকাশক লা এজেন্সিয়া মুন্দিয়াল দে প্রেসনা কে। বিশ্বের আঠারোটি স্প্যানিশ ভাষার দেশে প্রকাশিত হবে এই বইটি।

Leave a Reply