রানীগঞ্জে দামোদরে অবস্থিত আদিবাসীদের প্রায় ৩০০ বছরের প্রাচীন ঘাট সংরক্ষণের দাবি, আশ্বস্ত করলেন বিধায়ক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) মাঘী পূর্ণিমার সময় কালে, আদিবাসীদের প্রাচীন ঐতিহ্যকে বজায়ের লক্ষ্যে, এবার বিগত বছরগুলির ন্যায় রানীগঞ্জের গ্রামীণ এলাকা হাড়াভাঙ্গা ও ডামালিয়ার পার্শ্ববর্তী, দামোদর নদের উপর অবস্থিত, আদিবাসীদের প্রায় ৩০০ বছরের প্রাচীন অস্থি বিসর্জন ঘাট সংরক্ষণের দাবি তুলে,সোচ্চার হল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। আদিবাসীদের রীতিনীতি অনুসারে তাদের বিশিষ্ট সংস্কৃতি চর্চা বিদ বাবা কালিয়ান গুরুর পুঁথিগত লেখা অনুসারে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সাথেই খনি অঞ্চল রানীগঞ্জের, দামোদর নদের হাড়াভাঙ্গা দামালিয়া অঞ্চলে ছিল তাদের পঞ্চম বা শেষ ঘাট, যেখানেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের মৃত্যুর পরবর্তীতে অস্থি বিসর্জন দিতে হাজির হতেন এই সম্প্রদায়ের মানুষজন।




সেই ঘাট দীর্ঘ সময় বিভিন্নভাবে, অসাধু কার্যকলাপের জেরে অবলুপ্তির পথে চলে গেছিল। সেই অস্থিঘাটকে সংরক্ষণে জন্য তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। আর সেই বিষয়ের প্রেক্ষিতে এবারও মাঘী পূর্ণিমার দিন ধরে তারা তাদের বিভিন্ন চিরাচরিত রীতি রেওয়াজ ও আচার মেনে পুজো অর্চনা করে তাদের সাংস্কৃতিক বিভিন্ন নাচ গান অনুষ্ঠানে মেতে রইল। এই কর্মসূচির মাঝেই হাজির হন, রানীগঞ্জের বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, তিনি এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের দামোদর নদে অবস্থিত এই অস্থিঘাট সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করলেন।
- রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ